
তৌহিদ ইসলাম, ঢাকা | আমার সকাল ২৪
রাজধানীর গুলশান এলাকায় বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। ১৬ অক্টোবর ২০২৫ তারিখে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে এবং এপিবিএন-১১ এর সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে তাসা এন্ড তোহা (ঠিকানা: ৪৫১/৪৫২, ৩য় তলা, কনকর্ড, গুলশান-১) এবং লা রেইমা (ঠিকানা: ১১৫/১১৬, রোড-১৪৪, কনকর্ড, গুলশান-১) নামীয় প্রতিষ্ঠানে বিএসটিআই’র বাধ্যতামূলক সিএম লাইসেন্স ও পণ্য মোড়কজাত সনদ ছাড়াই আমদানিকৃত ও দেশীয় হেয়ার অয়েল ও কসমেটিকস পণ্য বিক্রি, বিতরণ ও বাজারজাত করতে দেখা যায়।
এ সময় প্রতিষ্ঠানগুলোকে
✔ প্রয়োজনীয় অনুমোদন ও মোড়কজাত সনদ গ্রহণের জন্য সময় দেওয়া হয়
✔ ভবিষ্যতে বৈধভাবে ব্যবসা পরিচালনার নির্দেশ প্রদান করা হয়
অভিযানকালে কিছু পণ্যের বিএসটিআই অনুমোদন পাওয়া গেলে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানো হয়। তবে ৪টি পণ্যের সিএম লাইসেন্স ও মোড়কজাত সনদ না থাকায় দ্রুততম সময়ে তা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন:
জনাব মোঃ সাফায়েত হোসেন, প্রসিকিউটিং অফিসার ও ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই
জনাব ফারদিন ইসলাম