রাজশাহীতে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করে মানবাধিকার সংগঠন।
মোঃ শাকিল আহামাদ জেলা প্রতিনিধি রাজশাহী
শুক্রবার (৩০ আগস্ট) বেলা ১১ টার সময় রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে গুম হয়ে যাওয়া সকল ব্যক্তিদের স্মরণে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এর উদ্যোগে মানবাধিকার বহির্ভূত গুম এবং হত্যার সাথে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে এই মানববন্ধন কর্মসূচির পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় যারা সরকারের বিরুদ্ধে কথা বলেছিলো তাদেরকে সে গুম করে দিয়েছে এবং আয়না ঘর তৈরি করে অনেককে অন্ধকার কুঠরিতে রেখে নির্যাতন করেছে। এ সময় সকল গুমের বিচার করে গুম হওয়া পরিবারবর্গের দায়-দায়িত্ব নতুন সরকারকে নেওয়ার আহ্বান জানান।
মানববন্ধন শেষে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে শোক র্যালি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্তের ব্যুরো সাবেক প্রধান নাজিব ওয়াদুদ, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অধিকারের সদস্য আবু মোহাম্মদ কায়সার, অর্থ বিষয়ক উপদেষ্টা মো: মেহেদী সজীব, দৈনিক নয়া দিগন্তের রাজশাহী ব্যুরো প্রধান আবদুল আউয়াল, আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান মঈন উদ্দিন ও গুম হওয়া পরিবারের সদস্যসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।