মোঃ রবিউল ইসলাম,স্টাফ রিপোর্টার, আমার সকাল ২৪
গাবতলী মডেল থানা পুলিশের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে অপহরণ, ধর্ষণ, সাজাপ্রাপ্ত আসামি ও গ্রেফতারি পরোয়ানাসহ মোট ১১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জের দিক-নির্দেশনায় গঠিত একাধিক চৌকস টিম এ অভিযান পরিচালনা করে। পরে গ্রেফতারকৃতদের শুক্রবার (২২ আগস্ট ২০২৫) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
গাবতলী মডেল থানা সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষায় কেউই আইনের ঊর্ধ্বে নয়। অপরাধ দমনে গাবতলী মডেল থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চলমান এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
এছাড়া থানার পক্ষ থেকে এলাকাবাসীকে অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।