সাজেদুল ইসলাম রাসেল, নিজস্ব প্রতিনিধি, বগুড়া:
দীর্ঘদিনের ধারাবাহিকতা বজায় রেখে এবারের ঈদ-উল-আযহার পরদিন, রোববার (৮ জুন), বগুড়ার গাবতলীতে সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সাবেক সম্পাদক সাইফুল ইসলামের উদ্যোগে জিয়া পরিবারের নামে কুরবানী প্রদান করা হয়।
গাবতলী পৌর শহরের দলীয় কার্যালয়ে এই কুরবানী অনুষ্ঠিত হয়। পরে কুরবানিকৃত পশুর মাংস বিএনপির মৃত নেতাকর্মীদের পরিবার, পঙ্গু, অসুস্থ, এতিম, গরীব ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি মতিউর রহমান মতি, আবু হাসনাত শাহীন, ইস্কান্দার আলী ময়না, সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাহিদুল ইসলাম, খোরশেদ আলম জুয়েল, সাংগঠনিক সম্পাদক মো. তারিকুল ইসলাম ও তাজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নুরুল্লাহ আকন্দ, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল কনক।
এছাড়াও যুবদল নেতা সাব্বির হোসেন, আব্দুল আলিম শাওন, আনোয়ার হোসেন, জাজুল ইসলাম, দৌলতজ্জামান দিপু, ছাত্রদল নেতা আব্দুল গনি, রাহী, পৌর শ্রমিক দলের সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আনিছার রহমান, জুয়েল, কৃষিবিদ মাহমুদুল হাসান সুজা, রঞ্জন এবং গাবতলী মহিলা কলেজের অধ্যক্ষ মো. নুরে আলম সিদ্দিকীসহ বিভিন্ন কৃষিবিদ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই মহৎ উদ্যোগের মাধ্যমে সমাজের প্রান্তিক মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার প্রচেষ্টা করা হয়েছে বলে আয়োজকরা জানান।