সাজেদুল ইসলাম রাসেল
বিশেষ প্রতিনিধি, বগুড়া
বগুড়া, ০১ সেপ্টেম্বর ২০২৫ (সোমবার) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বাগবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্যোগে গাবতলীর বালিয়াদিঘী ইউনিয়নের তল্লাতলা গ্রামে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন—
১। মোঃ বিপুল প্রামানিক
২। মোঃ সবুজ মিয়া প্রামানিক
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে গাবতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বিরুদ্ধে রায় ঘোষণা করেন।
মোঃ বিপুল প্রামানিক: ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা
মোঃ সবুজ মিয়া প্রামানিক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা
বাগবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জের নেতৃত্বে পরিচালিত এ অভিযান মাদকবিরোধী কার্যক্রমের ধারাবাহিক অংশ। স্থানীয় পুলিশ জানিয়েছে, জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।