সাজেদুল ইসলাম রাসেল, বিশেষ প্রতিনিধি
বগুড়ার গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের বড় ইটেলিগ্রামে প্রবাসীর বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় এক নারী গুরুতর আহত হয়েছেন। ঘটনায় ভুক্তভোগীরা আদালতে মামলা দায়ের করেছেন।
স্থানীয় সূত্র জানায়, সৌদি প্রবাসী তবিবর রহমান কর্মসংস্থানের জন্য কিছু ভিসা এনে গ্রামবাসীর মধ্যে দেন। এ লেনদেনকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জের ধরে রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রবাসীর বাড়িতে হামলা চালায়।
হামলাকারীরা বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়ে প্রায় সাড়ে সাত লাখ টাকার মালামাল ও স্বর্ণালংকার লুট করে নেয়। এ সময় বাড়ির নারী সদস্য দেলোয়ারা বেগম (৫৫) বাধা দিলে তাকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। এছাড়া বাদীর শ্লীলতাহানিরও চেষ্টা চালায় হামলাকারীরা।
বর্তমানে আহত দেলোয়ারা বেগম ও তার মেয়ে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসকদের মতে, তাদের অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় ভুক্তভোগী বিথী বাদী হয়ে গাবতলী আমলী আদালতে মোঃ আলমকে প্রধান আসামি করে আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলায় উল্লেখ করা হয়েছে, এর আগেও ২৫ আগস্ট রাতে আসামিরা বাদীকে প্রাণনাশের হুমকি দিয়েছিল, যা নিয়ে শাজাহানপুর থানায় অভিযোগ করা হয়েছিল।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন।