সাজেদুল ইসলাম রাসেল নিজস্ব প্রতিনিধি বগুড়া ।
বগুড়ার গাবতলী উপজেলার কালাইহাটা এলাকায় জমি দখলকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয় মোঃ ফুল মিয়া অভিযোগ করেছেন, পূর্বপুরুষদের ভোগদখলীয় জমিতে গড়ে তোলা তার ফলের বাগানে হামলা চালিয়ে পেঁপে গাছসহ বিভিন্ন ফলদ গাছ কেটে ফেলা হয়েছে।
ভুক্তভোগী মোঃ ফুল মিয়ার দাবি, মৌজা: কালাইহাটা, খতিয়ান নং: ৮৮৮, দাগ নং: ৪০০৬ নম্বরের ৭৯ শতক জমিতে দীর্ঘদিন ধরে তিনি চাষাবাদ করে আসছেন এবং সেখানে একটি ফলের বাগানও গড়ে তোলেন। তবে সম্প্রতি কিছু ব্যক্তি জমিটি দখলের চেষ্টা করছে এবং তার চাষ করা গাছপালা কেটে ফেলেছে।
গত ১৪ এপ্রিল সকাল ১০টার দিকে তিনি জমিতে গাছ লাগাতে গেলে একদল ব্যক্তি এসে তাকে বাধা দেয় এবং হুমকি প্রদান করে। কিছু সময় পর দেখা যায়, জমির একাংশে থাকা বহু পেঁপে গাছ কেটে ফেলা হয়েছে। ঘটনার ছবি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ ঘটনায় গাবতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মোঃ ফুল মিয়া। তিনি প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।