সাজেদুল ইসলাম, বগুড়া প্রতিনিধি:
বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের ঈশ্বরপুর জামে মসজিদের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
৩ জুলাই (বৃহস্পতিবার) মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম। তিনি মসজিদের উন্নয়নে আর্থিক অনুদান প্রদান করেন এবং ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “ধর্মীয় প্রতিষ্ঠান এগিয়ে নিতে সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহায়তা অত্যন্ত জরুরি।”
এ সময় স্থানীয় মুসল্লি ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন আফসার আলী মিজু (সহ-সভাপতি), আবদুল রহিম পিন্টু (সাধারণ সম্পাদক), সাইদুল ইসলাম (সহ-সাধারণ সম্পাদক), তরিকুল ইসলাম (সাংগঠনিক সম্পাদক), অধ্যক্ষ ইউসুফ আলী (সাবেক বিপি জিএস), ইউপি সদস্য শফিকুল ইসলামসহ অন্যান্যে।