মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
গাজীপুরের মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের তীব্র দাবদাহের কবলে পড়ে গলে যাচ্ছে পিচ। এতে বিঘ্নিত হচ্ছে যানবাহন চলাচল। স্থানীয়রা হতবাক ও দুর্ভোগে পড়েছেন।
কয়েক কিলোমিটার পিচ গলে যাওয়া
সরেজমিনে গিয়ে দেখা যায়, মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের মেদি আশুলিয়া এলাকায় কয়েক কিলোমিটার অংশজুড়ে পিচ গলে গেছে। তীব্র গরম ও রোদের কারণে পিচ আঠালো হয়ে যাওয়ায় হেঁটে চলাচল ও যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে।
যানবাহন চালকদের ভোগান্তি
পিচ গলে যাওয়ায় যানবাহন চালকদের চলাচলে ব্যাহত হচ্ছে। ধীরগতিতে চালাতে হচ্ছে যানবাহন। অনেকেই আতঙ্কিত। সিএনজি অটোরিকশা চালক শাহজাহান মিয়া বলেন, "এই সড়কে কয়েক বছরেও এমন চিত্র দেখিনি। পিচ গলে যাওয়ায় গাড়ি চালাতে ভয় লাগে। যাত্রীদের নামতেও সমস্যা হয়।"
পিচ গলে যাওয়ার কারণ
স্থানীয়দের ধারণা, সড়ক নির্মাণে অতিরিক্ত বিটুমিন ব্যবহারের কারণে পিচ গলে যাচ্ছে। তবে সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী অভি আহম্মেদ বলেন, "এই সড়কটি কয়েক মাস আগে সংস্কার করা হয়েছে। গত কয়েকদিন ধরে রোদের কারণে বিভিন্ন স্থানে পিচ গলে যাচ্ছে। তবে আগে এমন হয়নি।"
আবহাওয়ার পূর্বাভাস
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গাজীপুরে গত দুদিন আগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে রয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গাজীপুরে তীব্র দাবদাহের কবলে পড়ে সড়কের পিচ গলে যাওয়ায় যানবাহন চলাচল ও জনজীবনে ব্যাঘাত ঘটেছে। দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ প্রয়োজন।