গাজীপুরে অস্ত্রসহ স্বতন্ত্র প্রার্থী এনামুল হক মোল্লা গ্রেপ্তার
প্রতিবেদনঃ তৌহিদ ইসলাম
গাজীপুরঃ গাজীপুর-৩ (সদর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও সাবেক বিএনপি নেতা এনামুল হক মোল্লাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
বুধবার ভোরে গাজীপুর সদর উপজেলার নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এ সময় তার কাছ থেকে একাধিক বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ওয়াকি-টকি সেট, নগদ টাকা ও বিভিন্ন অবৈধ সরঞ্জাম উদ্ধার করা হয়।
যৌথ বাহিনীর সূত্রে জানা যায়, এনামুল হক মোল্লা দীর্ঘদিন ধরে অস্ত্রের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগে তাকে আটক করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, এনামুল হক মোল্লার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
