মোঃ জিহাদ মিয়া
স্টার্ফ রিপোর্টার গাইবান্ধা জেলা।
আজ ২১শে মে, গাইবান্ধা সদর উপজেলার ১৬১টি কেন্দ্রে ভোট প্রদান কার্যক্রম শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এর পর থেকে শুরু বিভিন্ন কেন্দ্রে গণণা। কেন্দ্রে গণণা শেষে তা নিয়ে যাওয়া হয় উপজেলা পরিষদে। সর্বশেষ ১৬১ টি ভোট কেন্দ্রের ফলাফল একত্রিত করার পর রাত ১০ টার দিকে চুড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
এবার গাইবান্ধা সদর উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করেছেন ৭ জন প্রার্থী।
৭ জন প্রার্থী নির্বাচন করলেও জনপ্রীয়তার শীর্ষে ছিল তিনজন। তারা হলে, ১। মোঃ আমিনুর জামান রিংকু, প্রতীক, দোয়াত কলম। ২। এডভোকেট ইস্তেকুর রহমান সরকার, প্রতীক কাপ পিরিচ। ৩। মোঃ শাহ আহসান রাজিব, প্রতীক মোটরসাইকেল।
সরেজমিনে গিয়ে দেখা যায়, জনাব মোঃ আমিনুর জামান রিংকু ভোট চলাকালীন সময়ে বিভিন্ন কেন্দ্রে তার নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করেন।
সকল লোকজনেই বলেন, আমিনুর ভাই অত্যন্ত ভালো লোক।
জনাব মোঃ আমিনুর জামান রিংকু উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ গাইবান্ধা সরকারি কলেজের সাবেক ভিপি ছিলেন।
তার জনপ্রীয়তার কারণে তিনি ৬১৪৩ ভোটে বিজয়ী হন।
১৬১ কেন্দ্রে দোয়াত কলম মার্কা মোট ভোট পায় ৫২৮৮৬ এবং কাপ পিরিচ মার্কা পায় ৪৬৭৪৩ টি ভোট।
এর পাশাপাশি মোটরসাইকেল ও ছিল।
গাইবান্ধা উপজেলা বাসী রিংকু ভাইয়ের কাছে মডেল উপজেলা আশা করছে