গাইবান্ধা প্রতিনিধি , Ahosun Habib Moon
খালবিল, নদী-নালায় ধান চাষে নতুন রূপ
গাইবান্ধা, ২৮ এপ্রিল: চলতি বোরো মৌসুমে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় খালবিল, নদী-নালা, ডোবা নর্দমায় ব্যাপকভাবে বোরো ধানের চাষ হয়েছে। বিশেষ করে, আগাম বোরো ধান চাষের ফলে এ বছর ব্যাপক ফলনের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন চাষীরা। আবহাওয়া অনুকূল থাকলে তাদের ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে বলে আশা তাদের।
সকল ইউনিয়নেই সম্ভাবনা
উপজেলার সকল ইউনিয়নেই একই রকম বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। চাষীরা আরও জানান, ধানের চারা রোপণের পর থেকেই আবহাওয়া অনুকূল থাকায় তারা যেখানেই পতিত জমি, বিশেষ করে খালবিল, নদী-নালা, ডোবা নর্দমায় চারা রোপণ করেছেন, সেখানেই ধানের চাষ আশানুরূপ হয়েছে।
কৃষি বিভাগের বক্তব্য
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর পলাশবাড়ী উপজেলায় প্রায় ৫ হাজার বোরো চাষীকে কৃষি প্রণোদনা হিসেবে বিনামূল্যে উচ্চ ফলনশীল হাইব্রিড ধানের বীজ দেওয়া হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা কায়সার মিশু বলেন, এবারে ১১ হাজার ৮ শ ৯ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবহাওয়া অনুকূল থাকলে প্রায় ৫৩ হাজার মেট্রিক টন ধান ঘরে তোলা সম্ভব।
চাষীদের আশা
ধান চাষী নওশা মিয়া, আজিজুল হক, নুরুল, ভোলা মিয়া প্রত্যেকেই সাংবাদিকদের জানিয়েছেন, বিগত বছর যেসব জমি পতিত ছিল এ বছর সেসব জমিতেও বোরো ধানের চাষ করা হয়েছে। ফলে ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।