
মোঃ মিরাজ শেখ
খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)-এর আওতাভুক্ত গল্লামারী মোহাম্মদ নগর মোড়ে থাকা ময়লার ডাস্টবিন দ্রুত অপসারণ এবং শহরের সব সড়কের পাশের ময়লা দিনে নয়, রাতে পরিবহনের দাবি জানিয়েছে নাগরিক সংগঠন ‘বৃহত্তর আমরা খুলনাবাসী’। দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
রোববার (২৬ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় গল্লামারী মোহাম্মদ নগর মোড়ে সংগঠনটির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন থাকায় সড়ক সংকুচিত হয়ে যানজট সৃষ্টি হচ্ছে। গল্লামারী ব্রিজের কাজ শুরু না হওয়ায় ভোগান্তি আরও বেড়েছে। উপরন্তু পচা ময়লার দুর্গন্ধে এলাকাবাসী ও পথচারীরা অতিষ্ঠ হয়ে পড়েছে।
বক্তারা কেসিসি কর্তৃপক্ষকে দ্রুত ডাস্টবিন সরিয়ে নেওয়া ও রাতের বেলায় আবর্জনা পরিবহনের ব্যবস্থা চালুর আহ্বান জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।