মাহমুদ হোসেন রামিম
গলাচিপা প্রতিনিধি
গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের অন্তর্গত হাজী কেরামত আলী ডিগ্রি কলেজ শাখায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) রাতে জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহম্মেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে মো. মোকছেদুল ইসলাম সাকুকে সভাপতি এবং মো. আবু নাঈম খানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। উভয়েই স্থানীয় পর্যায়ে ছাত্রদলের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন।
নতুন কমিটি ঘোষণার মাধ্যমে হাজী কেরামত আলী ডিগ্রি কলেজে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম নতুন গতিতে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।
জেলা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘোষিত আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা ছাত্রদলের দপ্তরে পাঠাতে হবে। নির্দেশনা বাস্তবায়নে জেলা কমিটি সার্বিক সহযোগিতা করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এদিকে, নতুন নেতৃত্ব পেয়ে কলেজের ছাত্রদল কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও কর্মচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।