মাহমুদ হোসেন রামিম
গলাচিপা উপজেলা প্রতিনিধি ।
গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নে মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে চায়ের দোকান বন্ধ রাখার আহ্বান জানিয়ে গণসংযোগ করেছে স্থানীয় মুসলিম জনতা।
আজ সোমবার সকাল ১১টায় চর বিশ্বাস ইউনিয়নের তাওহিদী জনতা গাড়ি বহর নিয়ে বিভিন্ন পাড়া-মহল্লা, হাট-বাজারে গণসংযোগ করেন। তারা স্থানীয়দের রমজানের পবিত্রতা রক্ষা এবং ইফতার পর্যন্ত চায়ের দোকান বন্ধ রাখার বিষয়ে সচেতন করেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর মান্নান, মো. জুয়েল হাওলাদার, মুফতী ইব্রাহিম খলিল, হাফেজ আল-আমিনসহ আরও অনেকে।
এ সময় মো. জুয়েল হাওলাদার বলেন, "আমরা সবাই মুসলমান। মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা আমাদের দায়িত্ব। আশা করি, সবাই এই বিষয়ে আন্তরিক থাকবেন।"
স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং রমজানের পবিত্রতা রক্ষা করতে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন।