
মোঃ বিল্লাল হোসেন
০১৭১৩-৯১৩১৩৩
যশোরের কেশবপুর উপজেলার দক্ষিণ বাঁশবাড়িয়া গ্রামের গরু ব্যবসায়ী তোতা সরদারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
জানা যায়, সোমবার রাত আনুমানিক ১১টার দিকে তোতা সরদার চিংড়া বাজার থেকে প্রায় ৭ লাখ টাকা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তবে পরের দিন ভোর ৫টার দিকে তাকে অচেতন অবস্থায় এলাকার তালতলা বাগানের মাঠের ভেতর পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
দ্রুত উদ্ধার করে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক জানান, রোগীর অবস্থা সংকটাপন্ন। পরে তাকে আইসিইউতে রাখা হয়। প্রায় ১৪ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে তিনি মৃত্যুবরণ করেন।
এই রহস্যজনক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের পাশাপাশি দেখা দিয়েছে বিভিন্ন প্রশ্ন। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে স্থানীয়দের মধ্যে দাবি উঠেছে যথাযথ তদন্তের।