শেখ তাইজুল ইসলাম মংলা (প্রতিনিধি)
মোংলাবাগেরহাট অধিকার কর্মসংস্থান ন্যায় বিচার এবং পরিপূর্ণ জীবনের জন্য গনহত্যা-ধ্বংস-বিশৃংখলা ও জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে অবস্থান নেয়ার আহ্বান জানিয়ে মোংলায় সাইকেল র্যালি হয়েছে।
আজ (১৯) সেপ্টেম্বর শুক্রবার সকালে মিঠাখালী বাজারে এ সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল ১০টায় সাইকেল র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর মোংলার নেতা জানে আলম বাবু। সাইকেল র্যালি উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধরা'র কেন্দ্রীয় নেতা, সুন্দরবন রক্ষায় আমরা'র সমন্বয়কারী পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ।
এসময়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ মোংলার সভাপতি মোঃ শাহ আলম শেখ, ক্রীড়া সংগঠক খানজাহান আলী, পরিবেশকর্মী হাছিব সরদার, ধরা'র নেতা ইদ্রিস ইমন, নাজমুল হক, মাহারুফ বিল্লাহ, ছাত্রনেতা শেখ সিফাতুল্লাহ শুভ, ডলার মোল্লা, আরাফাত আমিন দুর্জয় প্রমূখ।
সাইকেল র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সুন্দরবন রক্ষায় আমরা'র সমন্বয়কারী মোঃ নূর আলম শেখ বলেন প্রকৃতি ও স্থানীয় জনগোষ্ঠীর সাথে সামঞ্জস্যপূর্ণ একটি ন্যায্য রূপান্তরের মাধ্যমে চলমান বিশ্ব ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করে মানুষ এবং পৃথিবীর জন্য একটি কার্যকর নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে হবে।
তিনি আরো বলেন যুদ্ধ, জীবাশ্ম জ্বালানি এবং ক্ষতিকর প্রকল্পসমুহ বন্ধ করে ভবিষ্যৎ সুরক্ষার জন্য জলবায়ুতে অর্থায়ন করতে হবে। টেকসই জীবন-জীবিকা নিশ্চিত করতে হবে। আদিবাসী জনগোষ্ঠীর প্রথাগত অধিকার ও ভূখণ্ডের প্রতি সম্মান এবং সুরক্ষা দিতে হবে। প্রাকৃতিক বাস্তুতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।
সভাপতির বক্তব্যে মোঃ জানে আলম বাবু বলেন সকল প্রকার যুদ্ধ ও গণহত্যা বন্ধ করতে হবে। পৃথিবী ব্যাপী সামরিকীকরণ বন্ধ করতে হবে। ন্যায় বিচারের ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠা করতে হবে।
উল্লেখ্য ব্রাজিলে অনুষ্ঠিতব্য কপ-৩০ এর আগে সেপ্টেম্বরে বিশ্ব নেতারা জাতিসংঘের সাধারণ সভায় মিলিত হওয়ার প্রাক্কালে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এ সাইকেল র্যালি আয়োজন করে।