
আটটি রাজনৈতিক দল জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর করতে দ্রুত গণভোটের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বুধবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বলেন, “গণভোটের তারিখ ঘোষণায় সরকার যত দেরি করবে, জাতীয় নির্বাচন তত পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে।”
সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুছ আহমাদ লিখিত বক্তব্য পাঠ করে অভিযোগ করেন, আরপিওর কিছু বিষয় পরিবর্তনের চেষ্টা করছে একটি দল, যা রুখে দেওয়া হবে। আগামী ৩০ অক্টোবর নির্বাচনী কমিশনের কাছে স্মারকলিপি দেওয়া হবে এবং ৩ নভেম্বর সংবাদ সম্মেলন করে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।