মোঃ দুলাল সরকার, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি
মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানায় বার্ষিক পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব এ.কে.এম. আওলাদ হোসেন পনির।
পরিদর্শন উপলক্ষে ডিআইজি মহোদয় গজারিয়া থানায় পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মো. আনোয়ারুল আলম আজাদ। পরে জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
ডিআইজি মহোদয় সালাম ও অভিবাদন গ্রহণের পর থানার বিভিন্ন রেজিস্টার পত্রাদি পর্যবেক্ষণ করেন এবং সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। তিনি হাজতখানা, ফোর্স ব্যারাক ও পুলিশ মেস ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার এবং অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সিগঞ্জ সার্কেল) জনাব মো. বিল্লাল হোসেন, পিপিএম, প্রমুখ।