মোঃ দুলাল সরকার, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী লিটন কসাইকে আটক করেছে পুলিশ। স্থানীয়ভাবে ‘গজারিয়ার ইয়াবা বদি’ নামে পরিচিত লিটনকে বুধবার ভবেরচর ইউনিয়নের আনারপুরা বাস স্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
আটক লিটন কসাই (৪০) ভবেরচর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের ফিরোজ কসাইয়ের ছেলে। তিনি পূর্বে গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, কসাই কাজের আড়ালে লিটন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। এই অবৈধ ব্যবসা থেকে তিনি কোটি কোটি টাকার সম্পদ ও তিনটি বাড়ি গড়ে তুলেছেন। কয়েক মাস ধরে পুলিশ তাকে আটক করার চেষ্টা চালাচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে শেষ পর্যন্ত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ জানান, লিটনের বিরুদ্ধে হত্যা, মাদক, অস্ত্র, চাঁদাবাজি ও মারামারিসহ অন্তত ১৫টি মামলা রয়েছে।