
মোঃ দুলাল সরকার, গজারিয়া প্রতিনিধি
মুন্সিগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার পর নিজ এলাকায় ফিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সংবর্ধনা পেলেন দলের কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।
শুক্রবার দুপুরে ঢাকা থেকে গজারিয়ায় পৌঁছালে মেঘনা সেতুর পূর্ব প্রান্তেই তাকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে স্বাগত জানায় হাজারো নেতাকর্মী। শত শত মোটরসাইকেল, মিনিবাস ও ট্রাকের বহরে মুখরিত হয় পুরো মহাসড়ক। পথে পথে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ ফুলেল শুভেচ্ছা জানান এবং স্লোগানে স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে।
নেতাকর্মীরা জানান, “দীর্ঘদিন পর আমরা আমাদের প্রিয় নেতাকে সামনে পেয়েছি। তাঁর নেতৃত্বে গজারিয়া আবারও উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাবে।”
পরে তিনি উপজেলার লক্ষীপুর গ্রামে নিজ বাড়িতে পৌঁছে বাবা-মায়ের কবর জিয়ারত করেন। এরপর তিনি জুলাই শহীদ পরিবারের সদস্যদের নিয়ে এক সংবাদ সম্মেলনে অংশ নেন। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন, সিরাজুল ইসলাম পিন্টু, রফিকুল ইসলাম ভিপি মাসুম, মো. ইসহাক আলী, মুহাম্মদ মাসুদ ফারুক, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জুলাই শহীদদের স্মরণ করে কামরুজ্জামান রতন বলেন,
“শহীদ পরিবারের ত্যাগ কখনোই বিফলে যেতে পারে না। তাদের সম্মান ও অধিকার রক্ষায় আমার রাজনৈতিক জীবনের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
সংবাদ সম্মেলন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং আগামী নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।