![]()
মোঃ দুলাল সরকার, প্রতিনিধি
গজারিয়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় উপজেলা মহিলা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতনের সুস্থতা ও মনোনয়নের জন্যও দোয়া করা হয়।
রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের তেতৈতলা গ্রামে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইবি'র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লাভলী আক্তার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য দেন কামরুজ্জামান রতনের সহধর্মিণী নুরে জান্নাত রৌশনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দল নেত্রী ফাতেমা রিতা, রুবি আক্তার, সুফিয়া আক্তার, পরশসহ প্রায় দুই শতাধিক নারী।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু এবং কামরুজ্জামান রতনের মনোনয়নের জন্য মুনাজাত করা হয়। পরে মহিলা দল নেত্রীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারীদের মাঝে লিফলেট বিতরণ করেন।
এ সময় সভাপতি রাজিয়া সুলতানা আইবি বলেন,
“বেগম জিয়া আমাদের মাতৃতুল্য। তাঁর সুস্থতার জন্য আমরা উপজেলা মহিলা দলের পক্ষ থেকে নিয়মিত দোয়া করছি। পাশাপাশি মুন্সীগঞ্জ-৩ আসনের মা, মাটি ও মানুষের নেতা কামরুজ্জামান রতন ভাইয়ের নির্দেশনায় পুরো উপজেলায় নারীদের সুসংগঠিত করতে কাজ করে যাচ্ছি।”