
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতাকে আটক করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) মধ্যরাত থেকে শুরু হওয়া বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, আটক ব্যক্তিরা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
আটকরা হলেন—
বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সোলায়মান ঢালী (৪৬)। তিনি মৃত আমজাদ ঢালীর ছেলে এবং বড় রায়পাড়া গ্রামের বাসিন্দা।
জেলা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন (৪০), তিনি মৃত আব্দুল মালেক প্রধানের ছেলে এবং গোসাইচর গ্রামের বাসিন্দা।
এছাড়া উপজেলা শ্রমিক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক আবু কালাম হোসেন (৪৮), পিতা আব্দুল বাতেন, গ্রাম মনাইরকান্দী, উপজেলা গজারিয়া।
আটকের সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী জানান, আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাস ও নাশকতা সংক্রান্ত মামলা রয়েছে। পরবর্তীতে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।