মোঃ দুলাল সরকার, গজারিয়া (মুন্সিগঞ্জ)
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী বাসস্ট্যান্ড এলাকায় এক ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।
শনিবার (২২ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে জামালদী বাসস্ট্যান্ড এলাকায় ব্যবসায়ী মোতাহার হোসেনের ওপর অতর্কিত হামলা চালায় তার সহোদর ভাই আক্তার ও আবু তাহেরসহ ৮-১০ জন। হামলায় গুরুতর আহত মোতাহার হোসেন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আহতের স্ত্রী কুলসুম বেগম গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, ইউসুফ (৪৫) (পিতা- মৃত নেকবর ভূঁইয়া), জাহাঙ্গীর (৪০), মাসুদ (২০), আক্তার হোসেন বাবুল (৫৫), আবু তাহেরসহ আরও ৮-১০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মোতাহার হোসেনের ওপর হামলা চালায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মোতাহার হোসেন জামালদী বাসস্ট্যান্ডের পাশে একটি ভ্যারাইটি স্টোরের মালিক। পারিবারিক বিভিন্ন বিষয় ও জমি বিক্রির টাকার ভাগ নিয়ে দীর্ঘদিন ধরে তার দুই ভাইয়ের সঙ্গে বিরোধ চলছিল। এর জের ধরেই ইউসুফের নির্দেশে এই হামলা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তবে অভিযুক্ত ইউসুফ দাবি করেছেন, তাদের বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ঘটনাটি পারস্পরিক সমঝোতার মাধ্যমে মীমাংসার চেষ্টা চলছে।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল আলম আজাদ জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।