
গজারিয়ায় অস্ত্রসহ নৌ-ডাকাত আটক
মোঃ দুলাল সরকার গজারিয়া মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়ায় জনতার হাতে আটক হয়েছে নৌ-ডাকাত দলের এক সদস্য। এ সময় কৌশলে পালিয়ে যায় আরও পাঁচজন। ডাকাত দলের ফেলে যাওয়া একটি ট্রলার থেকে স্থানীয়রা পিস্তল, গুলি ও চাইনিজ কুড়াল উদ্ধার করেছে।
সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের ভাসারচর গ্রামে এই ঘটনা ঘটে। আটক ডাকাতের নাম রবিন (৩০), চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেলতলী এলাকার চাঁন মিয়ারের ছেলে। তিনি গুয়াগাছিয়ার জিতু রাঢ়ি গ্রুপের সক্রিয় সদস্য বলে জানা গেছে।