
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত খেলাফত মজলিসের প্রার্থী ডা. জহির উদ্দিন আহমেদ ও তার নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচারের অভিযোগ তুলেছে রাঙ্গাবালী উপজেলা যুবদল।
শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় রাঙ্গাবালী উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন উপজেলা যুবদলের সদস্য সচিব নিয়াজ আকন। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে নিয়াজ আকন বলেন, গত ২৮ জানুয়ারি সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিকভাবে বিভ্রান্তিকর। এসব বক্তব্যের মাধ্যমে নির্বাচনী পরিবেশকে ঘোলাটে করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপি ও যুবদল কখনোই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপতৎপরতায় জড়িত নয়। বরং পরিকল্পিতভাবে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালানো হচ্ছে।
যুবদল নেতারা অভিযোগ করেন, নির্বাচনকে সামনে রেখে একটি মহল নিজেদের রাজনৈতিক দুর্বলতা আড়াল করতে বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এ ধরনের অপপ্রচার বন্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
সংবাদ সম্মেলন থেকে অপপ্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।