![]()
মো: মিরাজ শেখ (খুলনা প্রতিনিধি)
খুলনা: মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) গভীর রাতে খুলনা জেলা ও মহানগর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শহরের টাইগার গার্ডেন সংলগ্ন এনসিপি কার্যালয়ে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১টার দিকে একদল দুর্বৃত্ত হঠাৎ করেই দলীয় কার্যালয়ে প্রবেশ করে। তারা কার্যালয়ের ভেতরে ভাঙচুর চালায় এবং আসবাবপত্র নষ্ট করে দেয়। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত এগিয়ে এলে হামলাকারীরা সেখান থেকে দ্রুত পালিয়ে যায়।
উল্লেখ্য, হামলার একই দিন অর্থাৎ মঙ্গলবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়েও ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানা যায়।