1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
খুলনা অঞ্চলের মহাসড়কের বেহাল দশা: মৃত্যুর মিছিল থামছে না - আমার সকাল ২৪ |
৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ| শীতকাল| রবিবার| রাত ৪:১৬|
ব্রেকিং নিউজ:
গজারিয়া নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ১৪ রাজশাহী গোদাগাড়ীতে কোটি টাকা নিয়ে উধাও প্রতারক দম্পতি গজারিয়ায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শীতবস্ত্র বিতরণ রাজশাহীতে ২১ কোটি টাকার কাজে অনিয়ম: দুদকের অভিযান রাস্তা দখলের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি! রাজশাহী পুলিশ লাইন্স ক্যান্টিনের উদ্বোধন করলেন RMP পুলিশ কমিশনার জগন্নাথপুরে জামায়াতের পেশাজীবি শাখার শিক্ষাসফর ২০২৫ নলছিটিতে উপজেলা পরিষদ চত্তরে কালেক্টরেট স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা রাজশাহীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত খুলনা অঞ্চলের মহাসড়কের বেহাল দশা: মৃত্যুর মিছিল থামছে না নলছিটিতে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উদ্বোধন নওগাঁয় স্বর্ণ চুরির সাথে জড়িত চোর চক্রের ২ নারী সদস্যসহ মোট ৩ জনকে গ্রেফতার ২০২৫ সালের রাশিফল জেনে নিন রাজশাহীতে নিষিদ্ধ আতশবাজি ও ফটকা সহ আটক-১ তিন হাজার পিচ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার “রাজশাহীর পবা উপজেলায় গাঁজাসহ মাদক কারবারি আটক, ট্রাক জব্দ” নলছিটিতে নানান আয়োজনে তারুন্যের উৎসব ২০২৫ উদ্বোধন। আদালতের রায় উপেক্ষা করে মিথ্যা অভিযোগ: জমির প্রকৃত মালিকের সংবাদ সম্মেলন জগন্নাথপুরে আই এফ আই সি ব্যাংকের ১৮৯ তম শাখার উদ্বোধন বগুড়া র‍্যাব,১২ এর অভিযানে হত্যা মামলার আসামি গ্রেফতার।

খুলনা অঞ্চলের মহাসড়কের বেহাল দশা: মৃত্যুর মিছিল থামছে না

ডাঃ বাদল সিকদার। 
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, জানুয়ারি ২, ২০২৫,
খুলনা অঞ্চলের মহাসড়কের বেহাল দশা: মৃত্যুর মিছিল থামছে না
খুলনা অঞ্চলের মহাসড়কের বেহাল দশা: মৃত্যুর মিছিল থামছে না

খুলনা অঞ্চলের মহাসড়কের বেহাল দশা: মৃত্যুর মিছিল থামছে না

 

ডাঃ বাদল সিকদার। 

খুলনা অঞ্চলের আঞ্চলিক ও জাতীয় মহাসড়কগুলোর অবস্থা বর্তমানে অত্যন্ত নাজুক। কোথাও খানাখন্দ, কোথাও আবার উঠে গেছে পিচ। সড়ক নির্মাণের এক বছরের মধ্যেই যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দেড় ঘণ্টার রাস্তা পাড়ি দিতে এখন লাগে তিন ঘণ্টা।

খুলনা-সাতক্ষীরা মহাসড়ক:

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ৩০ কিলোমিটারের মধ্যে অন্তত ১২টি স্থানে পিচ উঠে গেছে, কোথাও উঁচু-নিচু ঢেউয়ের মতো অবস্থা, আবার কোথাও বড় বড় গর্ত। চার বছর আগে ১৬০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কটির এমন বেহাল দশা এক বছরের বেশি সময় ধরে চলছে। গত ১১ মাসে এই সড়কে ৪৫টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩০ জন এবং আহত হয়েছেন শতাধিক।

চালক আব্দুল হাকিম মোল্লা জানান, প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা পার হতে হয়। অন্যদিকে চালক হাসিবুর রহমান বলেন, সড়কটি এখন সম্পূর্ণভাবে পুনর্নির্মাণ প্রয়োজন।

যশোর-খুলনা মহাসড়ক:

যশোর-খুলনা মহাসড়কের প্রায় ২০ কিলোমিটার জুড়ে একই অবস্থা। টায়ার ফেটে গাড়ি উল্টে যাওয়ার ঘটনা প্রায়শই ঘটছে। সড়কের গর্তগুলো ভরাট করা হলেও তা স্থায়ী হচ্ছে না।

সাতক্ষীরা-শ্যামনগর আঞ্চলিক মহাসড়ক:

সুন্দরবনে যাওয়ার একমাত্র সড়ক পথ সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়ক দীর্ঘ এক যুগ ধরে সংস্কারহীন। এতে সুন্দরবনে পর্যটক কমছে এবং স্থানীয় মানুষ সীমাহীন দুর্ভোগে পড়ছেন।

ঝিনাইদহ-যশোর মহাসড়ক:

ঝিনাইদহ থেকে যশোরগামী মহাসড়কের বিভিন্ন স্থানে ইটের সলিং করায় ধুলার কারণে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

সড়ক বিভাগের বক্তব্য:

সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া জানান, জরুরি সংস্কারের জন্য টেন্ডার প্রক্রিয়া চলছে। তবে অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের কারণে সড়কের এমন ক্ষতি হচ্ছে বলে সড়ক বিভাগ দাবি করেছে।

দুর্ঘটনার পরিসংখ্যান:

বিআরটিএর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের প্রথম ১১ মাসে খুলনা বিভাগের ১০ জেলায় ৬৪৭টি সড়ক দুর্ঘটনায় ৫৯০ জন নিহত এবং ৬০০ জনেরও বেশি আহত হয়েছেন।

স্থানীয়দের দাবি, অনিয়ম ও দুর্নীতির কারণেই সড়কের এই বেহাল দশা। তারা দ্রুত টেকসই সংস্কার কার্যক্রমের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2024 Amar Sokal 24