
মো: মিরাজ শেখ, খুলনা জেলা প্রতিনিধি
খুলনার নবনির্মিত আধুনিক কেন্দ্রীয় কারাগারে বন্দী স্থানান্তর কার্যক্রম শুরু হচ্ছে। আগামী শনিবার (১ নভেম্বর ২০২৫) থেকে প্রথম ধাপে ১০০ জন বন্দীকে নতুন কারাগারে নেওয়া হবে।
৩০ একর জমিতে নির্মিত এই কারাগারের সর্বোচ্চ ধারণক্ষমতা ৪ হাজার, যেখানে প্রথম পর্যায়ে প্রায় ২ হাজার বন্দী স্থানান্তর করা হবে। বর্তমান পুরনো কারাগারে ধারণক্ষমতার তুলনায় প্রায় ১ হাজার ৪০০ জন বেশি বন্দী থাকার কারণে অতিরিক্ত চাপ কমানো হবে। স্থানান্তরের পর মেট্রোপলিটন এলাকার বন্দী পুরনো কারাগারে, জেলা এলাকার বন্দী নতুন কারাগারে থাকবেন।
২৮৮ কোটি টাকায় নির্মিত কমপ্লেক্সে রয়েছে আলাদা ব্যারাক (পুরুষ, নারী, কিশোর ও দণ্ডপ্রাপ্তদের জন্য), ৫০ শয্যার হাসপাতাল, স্কুল ও ডে কেয়ার সেন্টার, মোটিভেশন সেন্টার, হস্তশিল্প প্রশিক্ষণ সহ অন্যান্য আধুনিক সুবিধা।
কারা কর্মকর্তারা আশা করছেন, নতুন স্থাপনা খুলনায় বন্দী ব্যবস্থাপনায় নিরাপত্তা, শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসনের সুযোগ নিশ্চিত করবে।