![]()
খুলনা প্রতিনিধি : মো: মিরাজ শেখ
খুলনা: জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজনসহ- ৫ দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত ৮টি রাজনৈতিক দলের উদ্যোগে আগামী (১ ডিসেম্বর ২০২৫) সোমবার, বেলা ২.০০ টায় এক বিশাল বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। খুলনা মহানগরের বাবরী চত্ত্বর (শিববাড়ি) এলাকায় এই সমাবেশ আয়োজন করা হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি এবং বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দেশের শীর্ষস্থানীয় ধর্মীয় ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন-
* ডা: শফিকুর রহমান, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
* মুফতি সৈয়দ মো: রেজাউল করিম (পীরসাহেব চরমোনাই), আমীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ।
* আল্লামা মামুনুল হক, আমীর, বাংলাদেশ খেলাফত মজলিস।
* অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, আমীর, বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি।
* আল রাশেদ প্রধান, সভাপতি ও মুখপাত্র, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।
* মাওলানা সাখাওয়াত হোসাইন, সিনিয়র নায়েবে আমীর, খেলাফত মজলিস।
* মাওলানা ইউসুফ সাদেক হাক্কানি, মহাসচিব, বাংলাদেশ খেলাফত আন্দোলন।
* এ্যাড. আনোয়ারুল ইসলাম চাঁন, চেয়ারম্যান, বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টি।