
মো: মিরাজ শেখ (খুলনা প্রতিনিধি)
খুলনা: শুক্রবার (০৭ নভেম্বর ২০২৫) বিকেলে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) তত্ত্বাবধানে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সহযোগিতায় নগরবাসীর নিয়মিত শারীরিক চর্চা ও স্বাস্থ্যকর জীবনধারা নিশ্চিত করতে এক বর্ণাঢ্য সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক ও প্রোটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ। তিনি বলেন, "সুস্থ দেহ সুস্থ মনের অবলম্বন। তাই নাগরিকদের সুস্বাস্থ্যের জন্য নিয়মিত শরীরচর্চার বিকল্প নেই।"
র্যালিটি নগরীর সার্কিট হাউজ চত্বর থেকে শুরু হয়ে কাস্টমঘাট, রূপসা চৌরাস্তা, পিটিআই মোড়, রয়্যাল মোড়, ময়লাপোতা, নিরালা মোড় হয়ে আবারও শিববাড়ি, পিকচার প্যালেস, জেলা প্রশাসকের কার্যালয় অতিক্রম করে সার্কিট হাউজে এসে শেষ হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোগ্রাম অফিসার আসিফ আহমেদ, কেসিসি’র প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, লাইসেন্স অফিসার খান হাবিবুর রহমান, উপসহকারী প্রকৌশলী সেলিমুল আজাদ, ‘আমরা বৃহত্তর খুলনাবাসী’ সংগঠনের সহসভাপতি সরদার আবু তাহের ও সেক্রেটারি ওমর ফারুক কচি, স্বেচ্ছাসেবী সংস্থা ‘সিয়াম’-এর নির্বাহী পরিচালক এডভোকেট মো: মাসুম বিল্লাহ এবং রেড ক্রিসেন্ট সোসাইটির এস এম মনোয়ার হোসেন লাভলু।
র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাইক্লিং ক্লাবের সদস্য, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ সাধারণ নাগরিকরা অংশগ্রহণ করেন।