খুলনায় নিষিদ্ধ সংগঠনের ঘোষিত ‘লকডাউন’ মোকাবিলায় কঠোর নিরাপত্তা জোরদার
মো: মিরাজ শেখ (খুলনা প্রতিনিধি)
খুলনা: কার্যক্রম-নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে খুলনায় সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নগরজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এতে সাধারণ মানুষের মাঝে তৈরি হয়েছে চাপা উত্তেজনা।
গতকাল রাত থেকেই খুলনা নগরীর গুরুত্বপূর্ণ মোড়, বাস-লঞ্চ টার্মিনালসহ সব প্রবেশ ও বহির্গমন পথে বাড়তি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। প্রতিটি স্থানে চলছে কড়া নজরদারি ও তল্লাশি।
সন্দেহজনক যাত্রী, ব্যক্তির চলাচল ও যানবাহনগুলোতে চলছে কঠোর তল্লাশি। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যদের নজরদারি আরও বাড়ানো হয়েছে।
শহরের সংবেদনশীল, ঘনবসতিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পুলিশের নিয়মিত টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাড়তি মোতায়েনের কারণে পুরো মহানগরজুড়ে সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।