
মো: মিরাজ শেখ খুলনা জেলা প্রতিনিধি
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক সাংবাদিক।
সোমবার (২৭ অক্টোবর) সকালে হাসপাতালের বর্হিবিভাগে কর্তব্যরত ল্যাব টেকনিশিয়ান মো. সেলিমুজ্জামান ওই হামলা চালান এবং সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেন।
ভুক্তভোগী সাংবাদিক নুর মোহাম্মদ খান লিটু, খুলনার স্থানীয় দৈনিক প্রবাহ পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার।
তিনি জানান, হাসপাতালের বর্হিবিভাগ ও আন্তঃবিভাগে দালালচক্রের দৌরাত্ম্য এবং রোগীদের ভোগান্তি নিয়ে তথ্য সংগ্রহ করতে গেলে সেলিমুজ্জামান তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেন।
একপর্যায়ে ল্যাব টেকনিশিয়ান লিটুর ওপর হামলা চালান, পরে কর্তব্যরত আনসার সদস্যরা তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।
এ ঘটনায় সাংবাদিক নুর মোহাম্মদ খান লিটু খুলনা সোনাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সাংবাদিক লিটু বলেন,
“আমি আমার পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার শিকার হয়েছি। এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।”