তৌহিদ ইসলাম
খিলক্ষেত (ঢাকা)
ঢাকার খিলক্ষেত সুপার মার্কেটের বিপরীত পাশে আল-আরাফা ইসলামী ব্যাংক বুথসংলগ্ন একটি গলি এতটাই সংকীর্ণ ও জরাজীর্ণ যে, সেখান দিয়ে মরদেহ বহন করতেও চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। সম্প্রতি এক মৃত ব্যক্তির মরদেহ বের করতে গিয়ে প্রতিবেশীদের সীমাহীন কষ্ট পোহাতে হয়েছে, যা এলাকাবাসীর ক্ষোভকে তীব্র করেছে।
স্থানীয়দের অভিযোগ, গলিটি অতিমাত্রায় সরু হওয়ায় জরুরি মুহূর্তে অ্যাম্বুল্যান্স বা চিকিৎসা সেবা দল প্রবেশ করতে পারে না। ফলে রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়া, অথবা মৃত্যু পরবর্তীতে মরদেহ দাফনের জন্য বের করার ক্ষেত্রেও মারাত্মক বিলম্ব ও মানসিক কষ্টের সম্মুখীন হতে হচ্ছে।
এলাকাবাসী জানান, “রাস্তা এতটাই সরু যে জরুরি পরিস্থিতিতে জীবনরক্ষাকারী সেবা প্রায় অচল হয়ে পড়ে। মরদেহ বহন করাও দুঃস্বপ্নের মতো হয়ে উঠেছে।”
অভিযোগ রয়েছে—বহুবার অনুরোধ করা সত্ত্বেও সিটি করপোরেশন, স্থানীয় কাউন্সিলর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাস্তা প্রশস্ত বা সংস্কারের কোনো উদ্যোগ নেননি। এ অবস্থায় সাধারণ মানুষ মানবিক সংকট ও নিরাপত্তাহীনতার মধ্যে জীবনযাপন করছেন।
দ্রুত এই গলি প্রশস্ত ও সংস্কার করে চলাচলের উপযোগী করার উদ্যোগ নিতে হবে।
অ্যাম্বুল্যান্স, ফায়ার সার্ভিসসহ জরুরি সেবাদাতা সংস্থাগুলো যাতে নির্বিঘ্নে প্রবেশ করতে পারে, তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
খিলক্ষেত থানা, সিটি করপোরেশন ও স্থানীয় জনপ্রতিনিধিদের কার্যকর ভূমিকা রাখতে হবে।
এ বিষয়ে জরুরি পদক্ষেপ নিয়ে মানবিক বিপর্যয় রোধে সংশ্লিষ্ট প্রশাসন এবং খিলক্ষেত থানার কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।