
সুনামগঞ্জ প্রতিনিধি, ছাতক:
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনীত প্রার্থী, জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক তিনবারের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) সকালে তিনি ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ডিপ্লোমেসি চাকমার নিকট মনোনয়নপত্র দাখিল করেন। এরপর দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার অরুপ রতন সিংহের কাছে পৃথকভাবে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন দাখিলকালে দুই উপজেলার উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামসুল হক নমু, আব্দুর রহমান, নজরুল ইসলাম, আব্দুল বারী, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খসরু, সাবেক ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) ফজলুল করিম বকুল এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) জসিম উদ্দিন সুমেন।
মনোনয়ন দাখিলকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কলিম উদ্দিন মিলন বলেন, "আমরা একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন চাই। প্রশাসনের প্রতি আমাদের প্রত্যাশা—সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে।"
তিনি আরও বলেন, "জনগণ ধানের শীষের পক্ষে রায় দিলে শুধু আমি নয়, বিজয়ী হবেন দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমান।"