
মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচিতে মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও দুস্থ অসহায়দের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এই উদ্যোগটি সম্পন্ন করেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ও বেলকুচি মহিলা ডিগ্রী কলেজের সভাপতি ডাক্তার মাহমুদুল হাসান শুভ।
সোমবার (১৯ জানুয়ারি) রাত ৮টায় পৌরসভার ৩ নং ওয়ার্ডের চালা মধ্যপাড়া ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ সেবক আব্দুল লতিফ মুন্সী। প্রধান অতিথি ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রাজ্জাক মন্ডল।
অন্যান্য উপস্থিত ছিলেন বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ এন্তাজ আলী প্রামানিক, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন প্রামানিক, পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ আসমাউল শেখ, এবং অন্যান্য নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন চালা মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম কারী ইউসুফ আলী শেখ।