
শাহ্ ফুজায়েল আহমদ, নির্বাহী সম্পাদক
সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার বিদেয়ী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি ৪ জানুয়ারি রোববার সন্ধ্যায় উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজন করা হয়।
মাহফিলে দোয়া করা হয় খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদাউস দান করার জন্য। এছাড়া বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা, শহীদ জিয়াউর রহমান পরিবারের শান্তি ও দেশের মানুষের কল্যাণ কামনা করা হয়। সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কয়ছর এম আহমেদের জন্যও দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপি, জেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও যুবদলের শীর্ষ নেতারা। মিলাদ ও দোয়া পরিচালনা করেন জগন্নাথপুর সদর মসজিদের ইমাম মাওঃ আজমল হোসাইন জামী।