খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাষ্ট্র থেকে আসছেন বিশেষজ্ঞ চিকিৎসক দল
বিশেষ প্রতিনিধি: মোঃ আসাদুজ্জমান
খালেদা জিয়ার উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ঢাকায় আসছে—এ তথ্য নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি নেতা ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন। মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ তিনি এ তথ্য জানান।
ডা. জাহিদ হোসেন বলেন, যুক্তরাষ্ট্রের দলটি খালেদা জিয়ার সামগ্রিক শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবে এবং চিকিৎসার বিষয়ে পরবর্তী পরিকল্পনা নির্ধারণে মেডিকেল বোর্ডের সঙ্গে কাজ করবে।
এর আগে যুক্তরাজ্য থেকেও একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় পৌঁছেছে এবং ইতিমধ্যে চিকিৎসায় অংশ নিয়েছে। পাশাপাশি ১ ডিসেম্বর পাঁচ সদস্যের চীনা চিকিৎসক দল এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা শুরু করেছে।
বর্তমানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি উচ্চক্ষমতাসম্পন্ন মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে। বোর্ডে রয়েছেন লন্ডন ও যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ চিকিৎসকরাও।
চিকিৎসক দল জানায়, শারীরিক অবস্থার আরও উন্নতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি চূড়ান্ত করা হবে।
এদিকে ডা. জাহিদ হোসেন জনগণকে অনুরোধ করে বলেছেন—
“খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গুজব ছড়াবেন না এবং গুজবে কান দেবেন না।”
