
রাজধানীর জিয়া উদ্যানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরের জায়গা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সকাল সাড়ে ১০টার পর তিনি কবর খনন কার্যক্রমসহ প্রস্তুতির বিষয়গুলো খোঁজ-খবর নেন। এ সময় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, খালেদা জিয়ার মরদেহ গুলশান থেকে জানাজার উদ্দেশ্যে মানিক মিয়া অ্যাভিনিউয়ে নিয়ে যাওয়া হয়। শেষবারের মতো তার স্বজন ও বিএনপির নেতাকর্মীরা তাকে শ্রদ্ধা জানান।
জানাজা আজ (৩১ ডিসেম্বর) বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। পড়াবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। জানাজার পর তাকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।
নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর বিভিন্ন স্থানে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সরকারের ঘোষণা অনুযায়ী খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে এবং বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।