
জামালপুর, জেলা প্রতিনিধি মেহেদী হাসান হাবিব:
জামালপুরের ঐতিহ্যবাহী সরকারি আশেক মাহমুদ কলেজের ক্যাম্পাসে ‘ছা-পরি’ বাইকারদের বেপরোয়া চলাচল ও উচ্চমাত্রার শব্দদূষণের কারণে শিক্ষার্থীরা ফুঁসে উঠেছে। নিরাপদ ও শিক্ষামূলক পরিবেশ বজায় রাখার দাবিতে পানাউল্লাহ আহমেদ হলের আবাসিক শিক্ষার্থীরা ১ জানুয়ারি একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে।
মিছিলটি হল থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শিক্ষার্থীরা শিক্ষার পরিবেশ রক্ষায় স্লোগান দেন। মিছিলে বক্তব্য রাখেন শিক্ষার্থী লুৎফর আজিম জিহান। তিনি বলেন, “ক্যাম্পাসে বাইকের বিকট শব্দে ক্লাসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে। আমরা চাই, ক্যাম্পাসে বহিরাগত বাইক প্রবেশ নিষিদ্ধ করা হোক এবং শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা হোক।”
সমাবেশে শিক্ষার্থীদের প্রধান দাবিগুলো ছিল:
ক্যাম্পাসে মডিফাইড সাইলেন্সারযুক্ত বাইকের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা।
বহিরাগতদের অপ্রয়োজনীয় আড্ডা ও বেপরোয়া গতি নিয়ন্ত্রণ।
ক্যাম্পাসের প্রধান পয়েন্টে গতিরোধক ও নিরাপত্তা প্রহরী নিশ্চিত করা।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে বাইকের তাণ্ডব শিক্ষার্থীদের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে, বিশেষ করে ছাত্রীদের জন্য। তারা উল্লেখ করেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি নেওয়া হতে পারে।
কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক বলে মন্তব্য করেছেন এবং ক্যাম্পাসে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন।