মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
কোটা সংস্কারের দাবিতে বুধবার (১৭ জুলাই) সকাল ১০ টার দিকে পটুয়াখালীর দশমিনায় কলেজ ও স্কুলের শতাধিক শিক্ষার্থী সদরে বিক্ষোভ মিছিল করেছেন।
শান্তিপূর্ণ এই বিক্ষোভ মিছিলটি দশমিনা সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে পথসভার মাধ্যমে সমাপ্ত হয়। মিছিলের সময় শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন ধরণের স্লোগান দিয়েছেন।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেছেন, বর্তমান কোটা ব্যবস্থা মেধাবী শিক্ষার্থীদের জন্য অন্যায়। তাই তারা যোগ্যতার ভিত্তিতে শিক্ষা ও চাকরির সুযোগ চান।
এই মিছিলে একমত পোষণ করে অনেক পথচারীও অংশগ্রহণ করেছেন।
দীর্ঘদিন ধরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছেন দেশের বিভিন্ন শিক্ষার্থী সংগঠন। তাদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি তীব্র আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা।