কেশবপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু
মোঃ বিল্লাল হোসেন
ক্রাইম রিপোর্টার, যশোর
যশোরের কেশবপুরে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কাফিউজ্জামান (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী মারা গেছেন। সোমবার (১৭ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় যশোর-চুকনগর সড়কের মধ্যকুল গুটলেতলা এলাকায় মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী কাফিউজ্জামান নিহত হন। সংঘর্ষের পর পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। নিহত কাফিউজ্জামান কেশবপুর উপজেলার মধ্যকুল গ্রামের আমজাদ সরদারের ছোট ছেলে এবং কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি শিক্ষার্থী ছিলেন।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।













