
মোঃ বিল্লাল হোসেন
ক্রাইম রিপোর্টার, যশোর
যশোরের কেশবপুর উপজেলায় পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শরীফ নেওয়াজ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কেশবপুর পৌরসভার আলতাপোল এলাকার মৃত জোহর আলীর ছেলে মিরাজ হোসেন (৩৭)–কে ১০ পিস ইয়াবাসহ আটক করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া একই গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে শাহীন (৪০)–কে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
অন্যদিকে মিজানগর গ্রামের মোঃ মনিরুল ইসলাম (৪০)–কে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযান পরিচালনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক শেখ আবুল কাসেমসহ অন্যান্য সদস্যরা সহায়তা করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ বলেন,
“মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”