
খুলনা প্রতিনিধি : মো: মিরাজ শেখ
খুলনা: বুধবার (২৬ নভেম্বর ২০২৫) সকাল ১০:৩০ ঘটিকায় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার সোনাডাঙ্গা মডেল থানার বাৎসরিক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ কমিশনার থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ মনোযোগ দিয়ে পর্যালোচনা করেন এবং থানার দৈনন্দিন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। দাপ্তরিক কার্যক্রমের মানোন্নয়ন, স্বচ্ছতা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করতে তিনি উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন—
কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই, অতিরিক্ত দায়িত্বে পিওএম) জনাব মেরিনা আক্তার,
সহকারী পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন) জনাব মোঃ হুমায়ুন কবির,
সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মো: কবির হোসেন,
এছাড়াও থানার অন্যান্য অফিসার ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।