
স্টাফ রিপোর্টার: তৌহিদ ইসলাম, ঢাকা
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় বনানী–মিরপুরগামী ফ্লাইওভারের নিচে অবৈধভাবে গড়ে ওঠা দোকান উচ্ছেদে বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৬) সকালে পরিচালিত এ অভিযানে ফ্লাইওভারের নিচে থাকা সব অবৈধ দোকান অপসারণ করা হয়। আগে থেকেই দোকান মালিকদের মালামাল সরিয়ে নেওয়ার জন্য সময় দেওয়া হয়েছিল।
অভিযান চলাকালে দোকানিরা কোনো বাধা সৃষ্টি না করে শান্তিপূর্ণভাবে তাদের আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী সরিয়ে নেন।
এর আগে তিন দিন আগে কুড়িল যমুনা রোড এলাকার মিরপুরগামী ফ্লাইওভারের আশপাশে একইভাবে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করেছিল ডিএনসিসি।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, নগরীর সৌন্দর্য রক্ষা ও যান চলাচল স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। পরিচ্ছন্ন, সুন্দর এবং যানজটমুক্ত ঢাকা গড়তে সিটি করপোরেশন প্রতিশ্রুতিবদ্ধ।