জুবায়ের খান প্রান্ত, স্টাফ রিপোর্টার
কুষ্টিয়া সদর হাসপাতালে আজ সকালে এক অজ্ঞাত বোরকা পরিহিতা নারীর মরাদেহ পুকুরে ভাসতে দেখা গেছে। সকালে পথচারীরা পুকুরে নারীর দেহ দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন জড়ো হয় এবং মুহূর্তেই ঘটনাস্থলে ভিড় জমে যায়। খবর পেয়ে কুষ্টিয়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
প্রাথমিকভাবে নারীর পরিচয় নিশ্চিত করা যায়নি। স্থানীয়দের ধারণা, মহিলাকে অন্য কোথাও হত্যা করে পরে মরাদেহ পুকুরে ফেলা হতে পারে। এ বিষয়ে কুষ্টিয়া সদর থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে।
এদিকে ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।