
জুবায়ের খান প্রান্ত, স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার কুমারখালীর বাঁধবাজার এলাকায় গভীর রাতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে দ্রুতগতির একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে গাড়ির চালকসহ অন্তত দু’জন গুরুতর আহত হন।
দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন সানজিদ হাসান আদনান—যিনি বাংলাদেশ এয়ারফোর্সের চাকরিচ্যুত সদস্য এবং কুষ্টিয়া রয়েল এনফিল্ড শো-রুমের পরিচালক—এবং তার ব্যক্তিগত গাড়িচালক।
স্থানীয়রা জানান, কুষ্টিয়া-কুমারখালী পাল্টি সড়কে দ্রুত গতিতে চলতে থাকা ‘সুপার ক্রাউন’ মডেলের প্রাইভেট কারটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে রাস্তার পাশের গাছে ধাক্কা খায় এবং পরে খাদে পড়ে উল্টে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় গাড়িচালক মদ্যপ অবস্থায় ছিলেন।
গুরুতর আহত সানজিদ হাসান আদনানকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে কুষ্টিয়া কুমারখালী থানা পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং চালক মদ্যপ ছিলেন কি না—তা যাচাই করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।