
কুষ্টিয়া, জুবায়ের খান প্রান্ত
কুষ্টিয়ার সদর উপজেলার হাটশ হরিপুর শালদাহ গ্রামে একটি ঘটনা ঘটে, যেখানে মামুন অর রশিদ নামে এক জামায়াত নেতা আপত্তিকর অবস্থায় বিধবা নারীর সঙ্গে থাকার সময় স্থানীয়দের হাতে আটক হন। মামুন হাটশ হরিপুর ইউনিয়নের সাবেক জামায়াত সেক্রেটারি এবং দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুলের সহকারী শিক্ষক।
স্থানীয়রা জানান, রশিদ ওই নারীর বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। মঙ্গলবার সন্ধ্যায় তাকে ঘরে থাকার সময় ধরলে জনতা তাকে ঘরে আটক করে রাখে। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হলে পুলিশ হস্তক্ষেপে ব্যর্থ হয়, পরে ইউপি চেয়ারম্যান ও জনপ্রতিনিধিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সবার সম্মতিতে রাত প্রায় সাড়ে ১২টার সময় মামুন অর রশিদকে ২৫ লাখ টাকা দেনমহরে ওই নারীর সঙ্গে বিবাহ দেওয়া হয়। এই ঘটনার পর এলাকার পরিস্থিতি অশান্ত ছিল, তবে কুষ্টিয়া মডেল থানার পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।