
জুবায়ের খান প্রান্ত, স্টাফ রিপোর্টার
কুষ্টিয়া শহরের ১২ নম্বর ওয়ার্ডের হরিশংকরপুর লকাই পড়ামানিক সড়কে সোমবার (৮ ডিসেম্বর) বিকেল আনুমানিক তিনটার দিকে বাহারি বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে জবাই করা অবস্থায় লাশ পাওয়া গেছে। পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
নিহত জাহানারা (ওরফে বাহারি) বেগম ওই এলাকার মৃত আবুল মোল্লার স্ত্রী। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, জাহানারা বেগম বাড়িতে একাই ছিলেন। তাকে দেখভালের দায়িত্বে থাকা দুজনই বাড়ির বাইরে ছিলেন। বিকেল চারটার দিকে এক প্রতিবেশী ঘরের দরজা খুলে লাশ দেখতে পান এবং খবর দেন পুলিশকে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ফয়সাল মাহমুদ ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের দেখভালকারি মেঘলা নামের এক গৃহবধূ জানান, সকাল ১১টা পর্যন্ত তিনি বাড়িতে ছিলেন। পরে নিজের বাবার বাড়ি গিয়েছিলেন, স্বামীও কাজের কারণে বাইরে ছিলেন। বিকেল চারটার দিকে তার বোন গলাকাটা লাশ দেখতে পান।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, নিহতের ছেলে ঢাকায় সরকারি চাকরিতে আছেন। বাড়ির ভাড়াটিয়া লিটন নামে এক ভ্যান চালক ও তার স্ত্রী জাহানারা বেগমকে দেখভাল করতেন। কুষ্টিয়া মডেল থানার তদন্ত পরিদর্শক আব্দুল আলীম প্রাথমিকভাবে ধারণা করছেন, কেউ চুরি করতে এসে দেখে ফেলায় নেশাগ্রস্ত ব্যক্তি এই হত্যাকাণ্ড ঘটাতে পারে। তদন্ত এখনও চলমান।