
মোঃ রফিকুল ইসলাম (কুড়িগ্রাম)
বিশেষ প্রতিনিধি, আমার সকাল ২৪
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার কাশিপুর হাটের উন্নয়ন কাজ সম্পন্ন হওয়ায় আজ বুধবার (১৯ নভেম্বর ২০২৫) আনুষ্ঠানিকভাবে হাটটির উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD) এর যৌথ অর্থায়নে ‘ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি (প্রোভাট্ট³)’ প্রকল্পের অধীনে প্রায় ৭৯ লাখ ৩ হাজার টাকা ব্যয়ে এই উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়।
উদ্বোধন উপলক্ষে হাটজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। আধুনিক ছাউনিযুক্ত বিক্রয় স্টল, প্রশস্ত পথচারী করিডর, উন্নত স্যানিটেশন ব্যবস্থা, নতুন পেভার ব্লক ও উন্মুক্ত প্ল্যাটফর্মসহ পুরো হাটজুড়ে নির্মিত হয়েছে আধুনিক নাগরিক সুবিধা। ইতোমধ্যে ব্যবসায়ীরা এসব নতুন অবকাঠামো ব্যবহার করে ব্যবসা শুরু করেছেন।
স্থানীয়দের মতে,
“কাশিপুর হাট ফুলবাড়ীর অন্যতম গুরুত্বপূর্ণ বাজার। দীর্ঘদিন অবকাঠামোগত উন্নয়নের অভাবে ভোগান্তিতে ছিলাম। নতুন এই উন্নয়ন কাজ ব্যবসায়ী, কৃষক ও স্থানীয়দের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সহজ ও গতিশীল করবে।”
প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন,
উন্নয়নকাজ শেষ হওয়ায় বাজারে শৃঙ্খলা, নিরাপত্তা ও পরিচ্ছন্নতা নিশ্চিত হবে। বর্ষা মৌসুমে পানি ও কাদার সমস্যাও কমবে। ফলে বাজারটি দুর্যোগ–সহনীয় কাঠামোয় রূপ নেবে।
নতুন অবকাঠামো দেখে সন্তুষ্ট স্থানীয় ব্যবসায়ীরা বলেন,
“এমন আধুনিক হাট আমরা আগে কখনো দেখিনি। এখন কাদা-পানির ঝামেলা ছাড়াই ব্যবসা করা যাবে। এজন্য আমরা সরকার ও IFAD-কে ধন্যবাদ জানাই।”
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) এর তত্ত্বাবধানে সম্পন্ন হওয়া কাশিপুর হাট উন্নয়ন প্রকল্পটি উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হলো।